Puratonboi.com-পুরাতন বই ডট কমে আপনাকে স্বাগতম
Puratonboi.com এ আপনি আপনার পুরাতন বই গুলো খুব সহজেই বিক্রি করে দিতে পারবেন এবং আপনি খুব সহজেই আপনার হাতের নাগালে যদি কোন বই থাকে তাহলে সেটি কিনে ফেলতে পারবেন। বিক্রির জন্য শুধু আপনার স্মার্টফোন থেকে বইটির ছবি তুলুন এবং সেটি এড করুন, বিজ্ঞাপনের টাইটেল দিন, ভালো একটি ডেসক্রিপশন লিখুন, আপনার চাওয়া দাম দিন ব্যাস, বিজ্ঞাপনটি সাবমিট করুন। বই কেনার জন্য শুধু বইয়ের নাম লিখে সার্চ দিলেই হবে। আশা করি কেউ যদি সেই বই বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে সেটি পেয়ে যাবেন এবং তার সাথে যোগাযোগ করে বইটি কিনে ফেলতে পারবেন।
মূলত Puratonboi.com এর যাত্রা শুরু হয়েছে পুরাতন বই কেনা বেচার জন্য। আমাদের যেসব বই পড়া হয়ে গেছে বা যেসব বই আর দরকার নেই কিন্তু অন্য কারো সেই বইগুলো দরকার হবে অথবা বই গুলোর ভালো চাহিদা আছে সেই দিক বিবেচনা করে এই প্লাটফর্মটি তৈরী করা।
আমরা চাইলেই বই এক্সচেঞ্জ ও করতে পারি। ধরুন এলাকা ভিত্তিক একটা কমিউনিটি তৈরী হয়ে গেলো। কারণ এই প্লাটফর্মে আপনি যেকোনো এলাকা থেকে বই অন্তর্ভুক্ত করতে পারবেন। আপনি মনে মনে ভাবতে পারেন এটি বিশাল বড় একটি পুরাতন বই কেনা বেচার বাজার অথবা একটি বড় অনলাইন লাইব্রেরি যেখানে আপনি বই ক্রয় বিক্রয় করবেন অথবা এক্সচেঞ্জ করবেন আপনার পছন্দের কোনো বই। Puratonboi.com এর মাধ্যমে আপনি আপনার নতুন নতুন বই পড়ুয়া বন্ধুও তৈরী করে ফেলতে পারেন। একবার চিন্তা করে দেখুন , মজার না ব্যাপারটা ?
খুব সহজে একটি একাউন্ট তৈরী করে ফেলুন ,তারপর আপানর পুরাতন বই গুলোর বিজ্ঞাপন দিন। আস্তে আস্তে বইয়ে বইয়ে সম্মৃদ্ধ হবে যখন প্লাটফর্মটি ,তখন বেশি বেশি কেনা বেচা শুরু হবে ইনশাআল্লাহ। ক্রেতাও উপকৃত হবে বিক্রেতাও উপকৃত হবে আশা করছি আমরা। আপনি কেনা বেচা অথবা এক্সচেঞ্জ শুরু করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের কে উৎসাহিত করুন বই কেনা বেচায়।
যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। আপানর যত পুরাতন বই আছে বাড়িতে সব এড করতে থাকুন বসে বসে, একদিন অবশ্যই কারো না কারো দরকার হবে আপনার বইটি।
ধন্যবাদ!
Comments (6)
You must be logged in to post a comment.
খুবই ভাল উদ্যোগ
ধন্যবাদ।
Very good
১.বাংলার ইতিহাস -আবদুল করীম
২.বিশ্বসভ্যতা-এ কে এম শাহানাওয়াজ
Boi bikri korbo onek puraton
আমি আপনাদের মেম্বার হতে চাই । আপনাদের আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে , কিন্তু আমি কিছু বই বিক্রি করতে চাই, আপনাদের মেম্বার না হলে বই এর দাম এর জায়গা টা ফিলআপ হচ্ছে না । আশা করি দ্রুত একটা সমাধান দিবেন ধন্যবাদ ।